5169
Loading ...

কুমিল্লা সদর হাসপাতাল গেইট থেকে ২০ কেজি গাঁজা উদ্বার আটক-২

অনিক কুমার দাস (কুমিল্লা জেলা প্রতিনিধি): কুমিল্লা নগরীর উত্তর চর্থা সদর হাসপাতালের গেইটের সামনে থেকে ২০ কেজি গাজাসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে
র‍্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা নগরীর উত্তর চর্থা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামী কাইয়ুম (৩০) কুমিল্লা নগরীর সংরাইশ গ্রামের এরশাদ মিয়ার ছেলে এবং আসামী বিপ্লব (২৫) কুমিল্লা নগরীর সুজানগর গ্রামের খোকন মিয়ার ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, বুধবার রাতে র‍্যাব-১১, সিপিসি-২ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন উত্তর চর্থা (সদর হাসপাতাল) এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কাইয়ুম ও বিপ্লব নামক ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি একটি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হোসেন জানান প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার রাতে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *