মো:লিমন হোসেন বাউফল, পটুয়াখালী
বাউফলে বিএনপির তিন গ্রুপের প্রতিষ্ঠা বাষির্কীর পৃথক র্যালি
বাউফলে বিএনপির তিন গ্রুপ পৃথক ভাবে ৪৭তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি করেছে। আজ বুধাবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পৃথকভাবে এ র্যালি করা হয়েছে।
বিএনপির কেন্দ্রী কমিটির নির্বাহী সদস্য ও শিল্পপতি ইঞ্জিনিয়ার একেএম ফারুক তালুকদারের নেতৃত্বে বিকেল সাড়ে ৪টায় হাসপাতালরোস্থ অস্থায়ী কার্যালয়ে সামনে থেকে ঢাকঢোল বাজিয়ে এক বর্ণাঢ্য র্যালি বেড় করে। র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৫টার দিকে বাউফল সরকারী কলেজ ক্যাম্পাস থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বেড় হয়। র্যালিটি প্রধান সড়কসহ কয়েকটি সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিকেল পৌনে ৬টায় বিএনপির সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের নেতৃত্বে এমপির ব্রিজ এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালি বেড় হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে এক সমাবেশ করে।