5169
Loading ...

আওলাদে রাসূলের নেতৃত্বে ঢাকার মোহাম্মদপুরে ঈদে মিলাদুন্নবী পালন।

আবু হোরায়রা মারুফ ঢাকা প্রতিনিধি।

আজ ৩ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুরে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ১৫০০তম জন্মবার্ষিকী উপলক্ষে জশনে জুলুস ও মাহফিলের আয়োজন করা হয়। উক্ত জুলসে নেতৃত্ব দান করে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ৪১ তম বংশধর পীর আল্লামা সাবির শাহ (মা.জি.আ.)। তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন আওলাদে রাসূল আল্লামা কাশিম শাহ এবং আল্লামা মেহমুদ শাহ (মা.জি.আ.)।

সরোজমিনে গিয়ে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এতে অংশগ্রহণ করেন। জানা যায়,প্রতি বছর ৯ই রবিউল আউয়াল রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন উপলক্ষে এই বর্নাট্য আয়োজন করা হয়।

আজকের এই জশনে জুলুসটি সকাল ১০ ঘটিকায় কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে শাহজাহান রোড,ইকবাল রোড,মোহাম্মদপুর অফিস রোড হয়ে মোহাম্মদপুর টাউন হল,বাসস্ট্যান্ড,কেন্দ্রীয় কলেজ মোড় ঘুরে শিয়া মসজিদ, আদাবর মার্কেট থেকে ইউটার্ন করে সাফরা মসজিদ, টিক্কাপাড়া পর্যন্ত প্রদক্ষিণ করে দুপুর একটা সময় কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা গেটে এসে শেষ হয়। অতপরঃ আওলাদে আল্লামা পীর সাবির শাহ্ এর ইমামতিতে যোহরের নামাজ আদায় করে তৈয়্যবিয়া মাদরাসার মাঠে সমাবেত মুসল্লীদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করেন দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ। সবশেষে দেশ ও জাতির জন্য মোনাজাত করে তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

জুলুসে অংশগ্রহণকারী রাফিনের সাথে কথা বলে জানা যায়,প্রতিবছরই আওলাদে রাসূলদের নেতৃত্বে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন করতে কাদেরিয়া তৈয়্যবিয়া প্রাঙ্গণে সমাবেত হন আশেকে রাসূলগণ।

মোহাম্মদপুরের বাসিন্দা মুহাম্মদ মিরাজ বলেন, ১৯৮৭ সালে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ৪০ তম বংশধর আওলাদে রাসূল হাফিজ আল্লামা তৈয়ব শাহ (রহ.) এর নির্দেশক্রমে আনজুমান-এ-রাহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যেগে ঢাকার মোহাম্মদপুরে সর্বপ্রথম জশনে জুলস পালিত হয়েছিল। তখন থেকে এখন পর্যন্ত প্রতিবছরই এটি অত্যন্ত সম্মানের সাথে পালিত হয়ে আসছে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *