5169
Loading ...

প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় প্রাণবন্ত র‌্যালি, ফাহিম চৌধুরীর কণ্ঠে পরিবর্তনের বার্তা

শাকিল (জেলা প্রতিনিধি শেরপুর)

নকলা (শেরপুর), ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার — বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নকলা উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, “বিএনপি সব সময় জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা বিশ্বাস করি, জনগণের শক্তিই এ দেশের সবচেয়ে বড় শক্তি। সেই শক্তিকে সাথে নিয়েই বিএনপি আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সফল হবে।”

র‌্যালিতে নকলা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ও দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *