আল আমিন, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌর শহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য, নিষিদ্ধ পণ্য, মান নিয়ন্ত্রণ এবং ওজন পরিমাপের সঠিকতা যাচাই করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে ওজনে কম দেওয়া ও মানহীন পণ্য বিক্রির অভিযোগে দুই দোকানদারকে ৪,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বেলায়েত হোসেন। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) প্রতিনিধি এবং পাঁচবিবি থানা পুলিশের একটি টিম।
উপজেলা প্রশাসন জানায়, ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।