গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীতে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নরসিংদীর উপপরিচালক মোহাম্মদ সামছুল আলমের সার্বিক তত্ত্বাবধানে “খ” সার্কেলের পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি রেইডিং টিম গঠন করা হয়।
টিমটি বেলাব থানাধীন দড়িকান্দি বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর ইউনিক পরিবহন নামীয় একটি বাসে অভিযান চালায়। এ সময় তিন নারী মাদক ব্যবসায়ীকে ১১০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
- রীনা বেগম (৪০), স্বামী: মৃত মিজান, সাং: গোলকাইন্দা, থানা: আড়াইহাজার, জেলা: নারায়ণগঞ্জ।
- মনিকা আক্তার (৩৫), পিতা: সবুজ মীর, সাং: ভুলতা, থানা: রূপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
- রাশেদা আক্তার (২১), পিতা: উবায়দুল হক, সাং: লক্ষীপুর, থানা: দুয়ারাবাজার, জেলা: সুনামগঞ্জ।
ডিএনসি নরসিংদী “খ” সার্কেলের পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বেলাব থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।