5169
Loading ...

সুনামগঞ্জ সদর হাসপাতালে আড়াই কোটি টাকার ওষুধ নষ্টতদন্তে তিন সদস্যের কমিটি গঠন

তূর্য দাশ সুনামগঞ্জের প্রতিনিধি

সুনামগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের গুদামে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে নষ্ট হয়েছে। এ ঘটনায় তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছেন জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

বুধবার দুপুরে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে। সদস্য হিসেবে রয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও ডেপুটি সিভিল সার্জন।

জেলা ম্যাজিস্ট্রেটের চিঠিতে উল্লেখ করা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি মেয়াদোত্তীর্ণ ওষুধের কারণ, দায়ী ব্যক্তিদের সনাক্তকরণ এবং করণীয় বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেবে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *