তুর্য দাস (সুনামগঞ্জ প্রতিনিধি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য
র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ এবং সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু এবং মুখ্য আলোচক ছিলেন পৌর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা “নুরুল ইসলাম নুরুলকে সুনামগঞ্জ-৪ আসনে এমপি হিসেবে দেখতে চাই” এবং “দুর্দিনে নুরুল ভাই, আমরা তোমায় ভুলি নাই”—এই স্লোগানে পুরাতন বাস স্টেশন এলাকা মুখরিত করে তোলে।