গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও আয়োজনের মাধ্যমে পালিত হলো। আজ ৩ রা সেপ্টেম্বর উপজেলার রয়েল ক্যাফের সামনে উপজেলার সকল নেতাকর্মীরা জড়ো হতে থাকে।এ সময় রয়েল ক্যাফে চত্ত্বরে আমজনতার সমাবেশ ঘটে। মিছিলটি থানা চত্বর ঘুরে উপজেলা চত্বরে সমাপ্ত হয়। এবং দলীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।সবাই অনেক উচ্ছাসিত,সবার চোখেই নব চেতনা ও আনন্দের রেখা ফুটে উঠেছে।যেন সবাই ঠিক এমনই একটি দিনের জন্যই বহুদিন পিপাসু ছিল তবে তারা আজ তৃপ্ত একত্রিত হতে পেরে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম। কাশিয়ানী বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য স্থানীয় নেতা কর্মীরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন কাশিয়ানী সাংবাদিক ফোরামের সভাপতি লিটন সিকদার ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি সেলিমুজ্জামান সেলিম তার বক্তব্যের এক পর্যায়ে বলেন , এদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। সবাই ভেদাভেদ ভুলে আসুন এক হই।
বক্তব্য শেষে তিনি সকল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সবার খোঁজ খবর নেন।