শেখ আব্দুল্লাহ আল মামুন।সাতক্ষীরা প্রতিনিধি।
বৃষ্টি হলেই তলিয়ে যায় বাজারের প্রাণকেন্দ্র
স্থানীয়দের প্রশ্ন – “দেখার কি কেউ নেই?
সাতক্ষীরা জেলার প্রাণকেন্দ্র পাটকেলঘাটা বাজার। প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা ও ব্যবসার কাজে। কিন্তু বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, ৫ রাস্তার মোড়, আজ পরিণত হয়েছে জনদুর্ভোগ আর দুর্ঘটনার আশঙ্কায় ভরপুর এক মরণফাঁদে।
বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই পুরো মোড় পানিতে তলিয়ে যায়। জায়গাটি কাদামাটিতে ভরে থাকে, তৈরি হয় খানা-খন্দ, আর এতে পথচারী থেকে শুরু করে রিকশা, ভ্যান, বাইসাইকেল চালকরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করেন।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান—
“এটা বাজারের প্রাণকেন্দ্র, অথচ এখানে দাঁড়ানোই দায়। কাদা-পানি আর খানা-খন্দের কারণে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে।”
প্রতিদিনের চিত্রই এক: রিকশা-ভ্যান হেলে পড়ে, পথচারীরা কাদায় পিছলে যায়, আর যানজটে আটকে থাকে সাধারণ মানুষ। অথচ বছরের পর বছরেও এই গুরুত্বপূর্ণ স্থানের সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
তাদের দাবি—
- জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কার ও সঠিক ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নিতে হবে।
পাটকেলঘাটার প্রাণকেন্দ্র যদি এমনই অবহেলায় পড়ে থাকে, তবে জনদুর্ভোগ আরও বেড়ে যাবে এবং বাজারের বাণিজ্য কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন সচেতন মহল।