গৌরব সাহা, নরসিংদী জেলা প্রতিনিধি |
আজ বুধবার নরসিংদীর রায়পুরায় আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। দুপুরে পৌর মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তার আগমনকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এ উপলক্ষে মঙ্গলবার রাতেই শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে মঞ্চ সজ্জার কাজ চলছিলো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসভাকে সফল করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে।
এদিকে শহরের বিভিন্ন সড়কে ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে। জনসভায় অংশ নিতে দূরদূরান্ত থেকে আগত মানুষের উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকরা। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।