গৌরব সাহা, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মামুনুর রশিদ সাজনের ব্যক্তিগত অফিস উদ্বোধন অনুষ্ঠানে ঘটে গেছে এক অপ্রীতিকর ঘটনা।
গতকাল (২ সেপ্টেম্বর) রাতে উদ্বোধন উপলক্ষে খিচুড়ি বিতরণের সময় কামরুল নামে এক ব্যক্তি খাবারের প্লেটসহ বাড়ি নিয়ে গেলে তাকে মারধর করা হয়।
এ ঘটনার জেরে কামরুলের পরিবারের লোকজন অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। মুহূর্তেই স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ঘটনাস্থলে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।