5169
Loading ...

কুলাউড়াশ অবৈধ বালু উত্তলন এর দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলার মনু নদীতে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম।

জানা যায়, মনু নদীতে বালুমহাল ইজারার নির্ধারিত স্থানের বাইরে এবং সালন ব্রিজের ১ কিলোমিটারের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে দেখা যায়, বালু উত্তোলনের বেশ কিছু সরঞ্জাম নির্ধারিত স্থানের বাইরে ও ব্রিজের খুব কাছে স্থাপন করা হয়েছে। এ সময় মোবাইল কোর্ট বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একজনকে ১ লাখ টাকা জরিমানা করে। একই সঙ্গে, বালু উত্তোলনের সকল স্থাপনা অবিলম্বে নির্ধারিত ইজারাকৃত স্থানে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। একই সঙ্গে, প্রশাসন সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *