5169
Loading ...

৮০০ টাকার জুয়া খেলার বিরোধে নাইটগার্ড খুন, গ্রেফতার মূল আসামি

পঞ্চগড়ের সদর উপজেলার টুনিরহাট বাজারে নাইটগার্ড রফিকুল ইসলাম হত্যার মূল আসামি আরমান ইসলাম আমজাদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, গত ৪ আগস্ট দিবাগত রাতে টুনিরহাট বাজারের মাহাবুব আলম প্রধানের কাঠের স মিলের বারান্দায় নাইটগার্ড রফিকুল ইসলামকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা রুজু হয়। ঘটনার রহস্য উদঘাটনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম মাঠে নামে।
তিনি আরও জানান, তদন্তের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেব বাজার এলাকা থেকে মামলার মূল আসামি আমজাদকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, “জিজ্ঞাসাবাদে আসামি হত্যার দায় স্বীকার করেছে। সে জানায়, ঘটনার রাতে বিআরটিসি কাউন্টারের পাশে কাঠের স মিলে বসে রফিকুলের সঙ্গে ‘রামী’ তাস খেলা চলছিল। খেলায় ৪০০ টাকা করে মোট ৮০০ টাকা বাজি ধরা হয়। খেলায় রফিকুল হেরে গেলে আসামি টাকা নিয়ে চলে যেতে চাইলে রফিকুল ঘরে থাকা কার্তি দিয়ে তার পিঠে আঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে আসামি কার্তি কেড়ে নিয়ে প্রথমে রফিকুলের গলায় পোচ দেয় এবং পরে মাটিতে শুইয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে।”
তিনি আরও বলেন,“একটি সামান্য বাজির টাকার জন্য এমন ভয়াবহ হত্যাকাণ্ড ঘটানো সত্যিই দুঃখজনক। তবে পুলিশ দ্রুততম সময়ে মামলার মূল রহস্য উদঘাটন করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *