5169
Loading ...

মঠবাড়িয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ দুই কারবারী আটক

কে এম বেলাল পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি। পিরোজপুরের মঠবাড়িয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৮৫ হাজার টাকা মূল্যের ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালি বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তল্লাশী চালিয়ে ইয়াবাসহ দুই কারবারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কাকড়াবুনিয়া এলাকার টিটুল হাওলাদার ছেলে জয় হাওলাদার (১৮) ও চরদুয়ানি ছহেরাবাদ এলাকার সন্তোষ হাওলাদার ছেলে শেখর হাওলাদার (৩০)

জব্দকৃত ইয়াবা এবং আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *