5169
Loading ...

জাবিপ্রবিতে মত বিনিময় সভার আয়োজনমো: ইকরাম মাহমুদ প্রধান, জাবিপ্রবি প্রতিনিধি, জামালপুর২ সেপ্টেম্বর ২০২৫

আজ মঙ্গলবার(২ সেপ্টেম্বর) দুপুর ১ ঘটিকা নাগাদ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে শিক্ষার্থী শিক্ষক সমন্বয়ে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়। যেখানে জুলাই অভ্যুত্থানের বিরোধীতাকারীদের বিচার, নতুন বাসের আগমন, বিশ্ববিদ্যালয়ের মানহানীকারিদের সতর্কতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান এবং মুখ্য আলোচক ছিলেন মাননীয় উপ-উপাচার্য এবং শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
সভার শুরুতেই মাননীয় উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয় দিবসের জন্য এবং পূর্বে স্থগিত হওয়া একটি সাংস্কৃতিক সন্ধ্যার পুনরায় আয়োজন করা নিয়ে মতামত গ্রহন করেন এবং তার ভিত্তিতে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাক্ত করেন। এরপর জুলাই গণ-অভ্যুত্থানের বিরোধীতা এবং ছাত্রলীগের হয়ে কাজ করেছে এমন ২১ জন শিক্ষার্থী ও ৬ জন কর্মকর্তা কর্মচারীদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেন যা অনেকদিন যাবত চলমান ছিলো।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন বাস আগামী ১ সপ্তাহের মধ্যে উদ্বোধন করা হবে এবং যারা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কুরুচিপূর্ণ ও বিতর্কিত আলোচনা বিভিন্ন সোশাল মিডিয়া প্লাটফর্মে ছড়িয়ে থাকেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

প্রায় দুপুর ২ টা নাগাদ হাল্কা খাবার বিতরণের মধ্য দিয়ে আলোচনা সভার ইতি টানা হয়।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *