অনিক কুমার দাস,কুমিল্লা জেলা প্রতিনিধি।।
কুমিল্লা সদর অরণ্যপুর এলাকা ৬৯০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল।
সোমবার (১ আগষ্ট) রাতে জেলার সদর উপজেলার অরণ্যপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ নজির আহাম্মেদ (৪৪) কুমিল্লা জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পশ্চিম ঝাকুনিপাড়া গ্রামের মোঃ মমিন মিয়া এর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, সোমবার রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর উপজেলার অরন্যপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৯০০ পিছ ইয়াবাসহ মোঃ নজির আহাম্মেদ নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদক আাইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।