5169
Loading ...

পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেলেন ঘোড়াঘাট উপজেলা ও সিংড়া ইউনিয়ন পরিষদ

ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে গ্রাম আদালতের পরিধি বৃদ্ধি, মামলা গ্রহন ও নিষ্পত্তিসহ বিভিন্ন কার্যক্রমে বার্ষিক অগ্রগতি অর্জনে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা পরিষদকে ১৩ উপজেলার মধ্যে দ্বিতীয় ও সিংড়া ইউনিয়ন পরিষদকে ১০৩ টি ইউনিয়নের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করায় কার্যত্রমের স্বীকৃতি স্বরুপ গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

সোমবার সকালে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম ও সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেনের হাতে গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ড তুলে দেন, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: নুরে আলম সিদ্দিক ,উপ-পরিচালক, যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার মো: রওনোকুল ইসলাম, উপ-পরিচালক, মহিলা বিষয়ক কর্মকর্তা, মো: মোর্শেদ আলী খানসহ জেলার ১৩ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, ১০৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: মারুফ হোসেন, জেলা ম্যানেজার আবু বক্কর সিদ্দিক আবু উপজেলা পর্যায়ের সকল সমন্বয়ককারী উপস্থিত ছিলেন।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *