তুর্য দাস (সুনামগঞ্জ প্রতিনিধি): সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহবুবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়সহ শিক্ষা ও সামাজিক খাতের বিভিন্ন প্রতিনিধি।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, শিক্ষার আলোয় আলোকিত হয়ে শিক্ষার্থীরা দেশ ও সমাজকে এগিয়ে নেবে। শুধু ভালো ফল নয়, সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষা কেবল পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমাজ পরিবর্তন ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আমরা চাই-সুনামগঞ্জের প্রতিটি শিক্ষার্থী নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনুক। এজন্য অভিভাবক, শিক্ষক ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষা খাতে সরকারের যে বিনিয়োগ, তা যেন যথাযথভাবে কাজে লাগানো হয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলার জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত সিদ্দিকা তাহা এবং সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দিবস তালুকদার।