
শেখ শোভন আহমেদ-কাশিয়ানী গোলাপগঞ্জ প্রতিনিধি।
গোপালগঞ্জের কাশিয়ানীতে নবনিযুক্ত হয়েছেন ইউএনও পলাশ কুমার দেবনাথ। তিনি গত ১০ই আগষ্ট তারিখে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন।
আজ ২রা সেপ্টেম্বর কাশিয়ানী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক মহলের শ্রদ্ধীয় অভিভাবক সভাপতি মোঃ লিটন শিকদার এর উদ্যোগে এই ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় কাশিয়ানী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ লিটন শিকদার,সেক্রেটারি সাদেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির মুন্সী, সাংগঠনিক সম্পাদক শেখ শোভন আহমেদ,প্রচার সম্পাদক লিমন ইসলাম, কার্যনির্বাহী সদস্য ইয়াসিন খান, সদস্য তপু ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য উন্নয়ন বিষয়ে আলোচনা সংগঠিত হয়। সবমিলিয়ে ইউএনও এর নীজ কক্ষে এক ধরণের আনন্দ যুক্ত মূহূর্তে রূপ নেয়।সবাই খুশি এবং উপজেলা নির্বাহী অফিসার ও ভীষণ আন্তরিকতা ও নীজের মতামত আনন্দ সহকারে ব্যক্ত করেন। এবং পরিশেষে তিনি কাশিয়ানী সাংবাদিক ফোরামের মঙ্গল কামনা করেন