5169
Loading ...

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৮৭৫ বোতল ফেনসিডিল সহ আটক -১

অনিক কুমার দাস-কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা চৌদ্দগ্রামের কালিকাপুর এলাকা থেকে ১৮৭৫ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

১ সেপ্টেম্বর) রোজ সোমবার দুপুরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী ওসমান গনি শুভ (২৫) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালিকাপুর গ্রামের ইউনুস এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, সোমবার দুপুরে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় জনৈক ইলিয়াস ও তার অন্যান্য সহযোগীরা ভারতীয় সীমান্ত হতে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল এনে তার বাড়িতে মজুদ করেছে। সংবাদের সত্যতা যাচাই পূর্বক অত্র ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক ইলিয়াস সহ অন্য একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে র‍্যাবের আভিযানিক দল ঘটনাস্থল থেকে ওসমান গনি শুভকে গ্রেফতার করে। এসময় ইলিয়াস কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেখানো মতে উক্ত বাড়ির রান্নাঘর তল্লাশী করে ৯ টি বস্তায় রক্ষিত সর্বমোট ১৮৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, মূলত পলাতক আসামী ইলিয়াস মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন যাবত ওতপ্রোতভাবে জড়িত ছিল। গ্রেফতারকৃত আসামী শুভ ও পলাতক আসামী ইলিয়াস দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ইলিয়াসের বাড়িতে মজুদ রেখে কুমিল্লা, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করতো। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার রাতে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *