5169
Loading ...

মাগুরায় ভুয়া সেনা সদস্য পরিচয় দেওয়া যুবক আটক

মো: শাকিল আহম্মদ, মহম্মদপুরঃ নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মনোয়ার হোসেন জীবন (১৯) নামে এক যুবককে আটক করেছে মাগুরা সেনা ক্যাম্পের সদস্যরা। পরে তাকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়।

আটককৃত জীবন ঝিনাইদহ সদর উপজেলার সুরাট গ্রামের সেলিম হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

ঘটনা সূত্রে জানা যায়, রবিবার (৩১ আগস্ট) শ্রীপুর এলাকায় বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে জীবন নিজেকে সেনা সদস্য পরিচয় দেন। স্থানীয়দের সন্দেহ হলে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

পরদিন সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাগুরা শহরের ভায়না মোড়ে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে যান। সেখানে তিনি সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা দাবি করেন। সাইফুলের সন্দেহ হলে তিনি মাগুরা সেনা ক্যাম্পে যোগাযোগ করেন।

পরে ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে গিয়ে যাচাই-বাছাই করে নিশ্চিত হয় যে জীবন সেনাসদস্য নন। তখনই তাকে আটক করা হয়।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *