5169
Loading ...

কুলাউড়ার রুমি এখন বিসিবি’র অফিসিয়াল আম্পায়ার

কুলাউড়ার গর্ব: রুমি বিসিবি’র অফিসিয়াল আম্পায়ার, উইমেন্স চ্যালেঞ্জ কাপে প্রশংসিত

কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার মেয়ে মোছা: জামিলা আক্তার রুমি বেগম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর একজন অফিসিয়াল আম্পায়ার হিসেবে নিজের কর্মদক্ষতা ও পেশাদারিত্বের ছাপ রাখছেন। সম্প্রতি অনুষ্ঠিত উইমেন্স চ্যালেঞ্জ কাপ ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
রবিবার অনুষ্ঠিত এই টুর্নামেন্টের একটি ম্যাচে বিডি বয়েজ অনূর্ধ্ব-১৫ এবং বিডি উইমেন রেড দল মুখোমুখি হয়। এই খেলায় রুমির নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সবার নজর কাড়ে। তাঁর এই দায়িত্বশীল ভূমিকা শুধু কুলাউড়াবাসীর জন্যই নয়, পুরো মৌলভীবাজারের জন্যও এক বিশাল গর্ব।
স্থানীয় ক্রীড়ামোদী এবং ক্রিকেটপ্রেমীরা মনে করেন, রুমির এই অর্জন দেশের নারীদের ক্রিকেট অঙ্গনে আরও বেশি উৎসাহিত করবে। বিসিবি’র অনুমোদিত আম্পায়ার হিসেবে তিনি নারীদের অবদানকে দৃশ্যমান করে তুলেছেন।

রুমি বেগম নিজেও ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ার হিসেবে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন। তাঁর এই পথচলা আগামী প্রজন্মের জন্য এক নতুন প্রেরণা হয়ে থাকবে বলে আশা করা যায়।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *