মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামের ক্যান্সার আক্রান্ত মান্নান মিয়ার পাশে দাঁড়িয়েছে শাহ্ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন। মানবিক সেবার অংশ হিসেবে ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
বুধবার (২৭ আগস্ট, ২০২৫) রাত ৯টায় মান্নান মিয়ার নিজ বাড়িতে গিয়ে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহ্ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা, কুলাউড়া উপজেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মুক্তাদির হোসেন, দৈনিক ভোরের পাতার কুলাউড়া প্রতিনিধি রুবেল বকস পাবেল, চ্যানেল কুলাউড়ার সম্পাদক শামসু উদ্দিন বাবু, দৈনিক জবাবদিহির কুলাউড়া প্রতিনিধি রুহুল আমিন, জংশন কুলাউড়ার পরিচালক জামাল হোসেন তারেক, ভিউ কুলাউড়ার পরিচালক আহমেদ আক্তার রানাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন মান্নান মিয়া। দিনমজুর পরিবারের সন্তান হওয়ায় তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়া বেশ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় অর্থের অভাবে পরিবারের সদস্যরা হিমশিম খাচ্ছিলেন। এমন দুঃসময়ে শাহ্ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের এই সহযোগিতা পরিবারটির জন্য আশার আলো হয়ে এসেছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘব এবং চিকিৎসা সহায়তা প্রদান তাদের অন্যতম প্রধান লক্ষ্য। এর আগেও কুলাউড়াসহ আশপাশের এলাকায় অসংখ্য অসহায় পরিবারকে খাদ্য, শিক্ষা ও চিকিৎসা সহায়তা দিয়েছে এই প্রতিষ্ঠানটি।
সহায়তা পেয়ে মান্নান মিয়া এবং তাঁর পরিবার ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দোয়া করেছেন যেন এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকে।