5169
Loading ...

‘মঞ্চ ৭১’ এর অনুষ্ঠান, লতিফ সিদ্দিকীসহ আওয়ামী লীগ নেতারা আটক

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনা দেখা দেয়। এর পরপরই পুলিশ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের, তবে তিনি আসেননি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হবে।

আটকদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অনুষ্ঠানস্থল ও রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *