5169
Loading ...

শ্রীমঙ্গলে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, একজন গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার এবং ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।

গত ১২ আগস্ট রাত ১টা থেকে সকাল ৬টার মধ্যে শ্রীমঙ্গল থানাধীন ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের মোঃ ইয়ারুপ মিয়ার বাড়ির স্টোর রুম থেকে একটি Honda Dream 110 ও একটি Discover 100 মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশের একটি বিশেষ টিম তদন্তে নামে।

অফিসার ইন-চার্জ মোঃ আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই সজীব চৌধুরী সঙ্গে থাকা ফোর্সসহ গতকাল (২৬ আগস্ট) দুপুরে হবিগঞ্জ জেলার বাহুবল থানার পুটিজুরী ইউনিয়নের দিগম্বর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ‘কাশফুল’ দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় চুরি হওয়া Honda Dream 110 মোটরসাইকেল উদ্ধারসহ মোঃ বাছির মিয়া (৩২) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বাছির মিয়া বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইন-চার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরি হওয়া অন্য মোটরসাইকেল উদ্ধার এবং চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *