মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে একই রাতে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে ইউনিয়নের পাবই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুম ডা. মুজিবুর রহমানের বাড়িতে চোরেরা হানা দেয়। ঘুমন্ত অবস্থায় বাড়ির ভেতর থেকে ডা. মুজিবুর রহমানের ভাতিজা লিটন মিয়ার ১টি এবং প্রতিবেশী আবু মিয়ার ৩টি গরু নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে আহাজারি চলছে। পাশাপাশি পুরো এলাকায় আবারও গরু চুরির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমেদ চৌধুরী বুলবুল জানান, “ঘটনাটি সম্পর্কে এখনো আমাকে কেউ কিছু জানায়নি। আজকে আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে।”
একসাথে এতগুলো গরু চুরি হওয়ায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।