নওগাঁ জেলার তরুণদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাণীনগর অর্গানাইজেশন’ রক্তদানের মাধ্যমে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিয়মিত রক্তদান ও রক্ত সংগ্রহ করে অসহায় রোগীদের পাশে দাঁড়াচ্ছেন। তাদের এই মহতী উদ্যোগ ইতিমধ্যেই জেলায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
গত শুক্রবার (২৩ আগস্ট) নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলস্টেশন চত্বরে সংগঠনের স্বেচ্ছাসেবকরা আয়োজন করেন একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। বিকেলজুড়ে অনুষ্ঠিত এ আয়োজনে তারা স্থানীয় ও আগত মানুষের মাঝে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। স্বেচ্ছাসেবকরা সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলে বোঝান, এক ব্যাগ রক্ত কিভাবে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে এবং জরুরি মুহূর্তে রক্ত না পাওয়ার কষ্ট কতটা ভয়াবহ হতে পারে। তাদের আন্তরিক প্রচেষ্টায় অনেকে রক্তদানে আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের রাণীনগর অর্গানাইজেশনের ওয়েবসাইট সম্পর্কে ধারণা দেওয়া হয়। স্বেচ্ছাসেবকরা দেখান কিভাবে রক্তদাতা হিসেবে নিবন্ধন করা যায় এবং প্রয়োজনে কীভাবে দ্রুত রক্ত সংগ্রহ করা সম্ভব। অনেকেই সেখানেই মোবাইল ফোন ব্যবহার করে নিবন্ধন করেন, ফলে নতুন রক্তদাতার তালিকাও সমৃদ্ধ হয়।
এ ধরনের সময়, শ্রম ও ভালোবাসায় ভরা উদ্যোগ কেবল রক্তদানের গুরুত্বই তুলে ধরে না, বরং সমাজে মানবতা, সহানুভূতি এবং একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতাও জাগ্রত করে। সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহীদ ও সহপ্রতিষ্ঠাতা মোঃ মুন্না আহমেদ জানিয়েছেন, ভবিষ্যতে বিভিন্ন বাজার, স্টেশন ও জনবহুল স্থানে নিয়মিতভাবে এ ধরনের মানবিক সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
তাদের ভাষায়— “আমরা চাই রাণীনগর ও আত্রাই উপজেলার প্রতিটি গ্রামে এমন মানুষ থাকুক, যারা বিপদের সময়ে রক্ত দিয়ে একজনের জীবন বাঁচাতে পারেন। আমাদের লক্ষ্য শুধু রক্তদান নয়, মানবতার সেবাকে আরও বিস্তৃত করা।”