‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা সম্প্রতি যুক্তরাষ্ট্রে অভিনয়ের উচ্চতর প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছেন। গত এপ্রিল মাসে তিনি গিয়েছিলেন নিউইয়র্কে, যেখানে ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’ থেকে অভিনয়ে বিশেষ কোর্স সম্পন্ন করেন। চার মাসেরও বেশি সময় প্রবাসে কাটিয়ে ২১ আগস্ট তিনি দেশে ফেরেন।
বিদেশে থাকার কারণে ইভানা ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে যুক্ত হতে পারেননি। ফলে দর্শকদের পাশাপাশি নাটকের চরিত্র কাবিলাকেও পর্দায় তাকে মিস করতে দেখা গেছে। এ প্রসঙ্গে ইভানা জানান, “দর্শকরা যে আমাকে মিস করছেন, বিশেষ করে কাবিলা আমাকে মিস করছে—এটা দেখে সত্যিই ভালো লাগছে। ইভা চরিত্রটিকে দর্শক যতটা মিস করে, আমি মিস করি তার চেয়েও বেশি। অধিকাংশ মানুষ আমাকে ইভা হিসেবেই চেনে, যা আমার জন্য গর্বের বিষয়।”
তিনি আরও বলেন, নতুন সিজনে তার অভিনয়ের সম্ভাবনা আছে কি না, সেটা একমাত্র পরিচালকই নিশ্চিত করে বলতে পারবেন। তবে দর্শকদের জন্য আশার কথা, যারা এখনো পঞ্চম সিজন দেখছেন, তারা অবশ্যই ইভাকে খুঁজে পাবেন।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ভ্রমণকালে ইভানার দেখা হয়েছিল নাটকের ‘কাবিলা’ চরিত্রের অভিনেতা জিয়াউল হক পলাশের সঙ্গে। দুজনেই প্রবাসে একসঙ্গে কিছু সুন্দর সময় কাটান, যা ভক্তদের মধ্যেও নতুন আলোচনার জন্ম দিয়েছে।