5169
Loading ...
শনি. আগ ১৬, ২০২৫

কুলাউড়ায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ইউপি সদস্য গ্রেফতার

ইউপি সদস্য আবুল হাসনাত রুবাব | ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসনাত রুবাব (৪০) কে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানায় আটক করেছে পুলিশ। তিনি কুলাউড়া সদর ইউনিয়নের করের গ্রামের কবির চৌধুরীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুবাবকে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুকের নির্দেশে আটক করা হয়।

বুধবার বিকেলে উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বরের নেতৃত্বে এএসআই আব্দুর রহিম, এএসআই আব্দুল খালেক ও এএসআই তোফায়েল আহমেদের সমন্বয়ে গঠিত পুলিশ দল জনতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি মো: ওমর ফারুক বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার মামলার পাশাপাশি রুবাবের বিরুদ্ধে আরও একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *