5169
Loading ...
শনি. আগ ১৬, ২০২৫

কুলাউড়ায় ৪৬ বোতল ভারতীয় কোডিন ফসফেটসহ যুবক আটক

আটককৃত মাদক ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তা | ছবি: BD TIMES NEWS 24

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বেরিরগাঁও সঞ্জয়পুর গ্রাম থেকে ৪৬ বোতল ভারতীয় কোডিন ফসফেট মিশ্রিত তরল ওষুধসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতের নাম আবুল হোসেন বাবুল (২৮), তিনি ওই গ্রামের আজম আলীর ছেলে।

ঘটনা ঘটে সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তাজুল ইসলাম ভূঁইয়া ও আবুল কালাম আজাদের নেতৃত্বে, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার জিয়া লতিফুলের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাবুলের বাড়ি থেকে একটি প্লাস্টিকের বস্তায় ভারতীয় কোম্পানি ল্যাবোরেট (LABORATE) কর্তৃক উৎপাদিত ‘ESKUP’ নামের ৪৬ বোতল কোডিন ফসফেট মিশ্রিত সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৪৬০০ মিলিলিটার তরল পদার্থ ছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬(১) ১৪(খ) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, কোডিন ফসফেট মিশ্রিত এই ধরনের ওষুধ নেশাজাতীয় হওয়ায় এর অবৈধ ব্যবসা ও অপব্যবহার রোধে নিয়মিত অভিযান চলছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *