5169
Loading ...
শনি. আগ ১৬, ২০২৫
ছবি: এম মুক্তাদির হোসাইন

বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার অগ্রযাত্রায় একসময় দাপটের সঙ্গে পথচলা বিডি টাইমস নিউজ ২৪ আবারও ফিরছে নতুন উদ্যমে।

২০১১ সালে প্রয়াত সাংবাদিক পারভেজ এলাহী ও বিশিষ্ট কথাসাহিত্যিক সৈয়দা হামিদা আক্তার-এর হাত ধরে যাত্রা শুরু করেছিল এই দ্বিভাষিক (বাংলা ও ইংরেজি) সংবাদপোর্টালটি। সাহসী অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে ২০২০ সালে আলোচনায় আসে বিডি টাইমস নিউজ ২৪। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক তদন্ত প্রতিবেদন প্রকাশের পর ক্ষমতাসীন কিছু রাজনৈতিক ব্যক্তির রোষানলে পড়ে মিথ্যা মামলা ও হামলার শিকার হয় প্রতিষ্ঠানটি, ফলে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

২০২১ সালের মার্চে নানা প্রতিবন্ধকতা ও চাপে পোর্টালটির কার্যক্রম পুরোপুরি থেমে যায়। অথচ এই সময়ের মধ্যে— শুরু থেকে বন্ধ হওয়া পর্যন্ত মোট পাঠকসংখ্যা ১ কোটিরও বেশি ছুঁয়ে ফেলেছিল বিডি টাইমস নিউজ ২৪, যা বাংলাদেশের অনলাইন মিডিয়ার ইতিহাসে এক উল্লেখযোগ্য অর্জন।

দীর্ঘ বিরতির পর, ২০২৫ সালে পরীক্ষামূলক পুনঃসূচনা করতে যাচ্ছে বিডি টাইমস নিউজ ২৪। নতুন যাত্রার সঙ্গে যুক্ত হয়েছেন এক প্রভাবশালী নাম — বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট লেখক ও কলামিস্ট মোঃ মুক্তাদির হোসাইন। তিনি এখন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন, যার অভিজ্ঞতা ও নেতৃত্ব পোর্টালটিকে আরও সাহসী ও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করবে।

এবারের কার্যক্রম পরিচালিত হবে রাজধানীর বাইরে — মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে, যা বিডি টাইমস নিউজ ২৪-এর নতুন যুগের সূচনা নির্দেশ করছে।

বিডি টাইমস নিউজ ২৪ প্রতিশ্রুতি দিচ্ছে— সত্যের পথে অবিচল থেকে, জনগণের পক্ষে, সৎ ও নির্ভীক সাংবাদিকতা অব্যাহত রাখবে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *