5169
Loading ...
শনি. আগ ১৬, ২০২৫

তথ্যপ্রযুক্তির এই গতিময় সময়ে স্থানীয় সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করেছে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘জংশন কুলাউড়া’। সম্প্রতি এই প্ল্যাটফর্ম ২০ হাজার পাঠক অর্জনের গৌরবময় মাইলফলক ছুঁয়ে ফেলে। এ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুলাউড়ার একটি অভিজাত রেস্তোরাঁয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়ার প্রথিতযশা সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম মুক্তাদির হোসেন, দৈনিক দেশের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, চ্যানেল কুলাউড়ার সম্পাদক সামছ উদ্দিন বাবু, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি রুবেল বক্স পাভেল, দৈনিক জবাবদিহির প্রতিনিধি রুহুল আমিন, সংবাদকর্মী আজিজুল ইসলাম, কামরুজ্জামান জুয়েল ও শেখ বদরুল ইসলাম রানা।

জংশন কুলাউড়ার পক্ষে উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা পরিচালক জামাল হোসেন তারেক, সহ-পরিচালক মাহফুজুর রহমান মাহি এবং অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্থানীয় সংবাদ পরিবেশনে জংশন কুলাউড়া খুব অল্প সময়েই ব্যাপক আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। নিরপেক্ষতা, দায়িত্ববোধ ও তথ্যনির্ভরতা তাদের কাজের অন্যতম ভিত্তি। তাঁরা বলেন, কুলাউড়ার প্রতিটি প্রান্তের সংবাদ—সামাজিক, মানবিক, প্রশাসনিক কিংবা রাজনৈতিক—বিশ্বস্ততার সাথে নিয়মিতভাবে পরিবেশন করে যাচ্ছে এই প্ল্যাটফর্ম।

অনেকেই মন্তব্য করেন, এটি শুধু একটি সংবাদমাধ্যম নয়, বরং এটি কুলাউড়াবাসীর আস্থা, ভালোবাসা ও নিজস্ব পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে। তারা আশা প্রকাশ করেন, এই যাত্রা আরও বিস্তৃত হোক এবং জংশন কুলাউড়া আগামীতেও সমাজের সেবা ও তথ্যপ্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আয়োজনের শেষপর্বে কেক কাটা ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *