জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় বিজয় র্যালি ও বর্ণাঢ্য মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেল ৪টার দিকে কুলাউড়া শহরের ফুটবল খেলার মাঠ থেকে শুরু হওয়া এই বিজয় র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তরবাজারে গিয়ে শেষ হয়। র্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শহরের রাজপথ মুখরিত হয়ে ওঠে।
মিছিল-পরবর্তী পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান। সভা সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান। বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান।
বক্তারা বলেন, “৫ আগস্ট হলো ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয় দিবস, এই দিনটি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের চেতনাকে উজ্জীবিত করে।”
তাঁরা আরও বলেন, “বর্তমান কর্তৃত্ববাদী সরকারের পতন অত্যাসন্ন। বিএনপি গণমানুষকে সঙ্গে নিয়ে এই স্বৈরাচারী শাসনের অবসান ঘটাবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, সাবেক সাধারণ সম্পাদক ডা. সাইফুল আলম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল জামাল, সদস্য শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, আজিজুর রহমান মনির, আলমগীর হোসেন ভূঁইয়া, মঈনুল হক বকুল, সুফিয়ান আহমদ, দেলোয়ার হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সুশৃঙ্খল ও প্রাণবন্ত এই র্যালি ও পথসভাকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মাঝেও ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়।