৩৬’শে জুলাই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ৫ই আগস্ট বাদ আসর এক গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেলা ৫টা ৩০ মিনিটে শুরু হওয়া এই গণমিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনীতে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিম। সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রভাষক বেলাল আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ জাকির হোসেন।
বক্তারা বলেন, “৩৬’শে জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এ আন্দোলন ছিল অন্যায়-অবিচার, দুঃশাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে গণমানুষের বিজয়ের প্রতীক।”
তাঁরা আরো বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াত অতীতের মতো ভবিষ্যতেও জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত রাখবে।
সমাবেশে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণের উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা যায়।