দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে কুলাউড়ায় অনুষ্ঠিত হলো “দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের আওতায় এক মতবিনিময় ও কার্যক্রম পরিদর্শন সভা।
সকাল ১১টায় উপজেলা সমবায় অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক এবং মধ্যবর্তী মূল্যায়ন কমিটির সদস্য মুহাম্মদ শাহাদাত হোসাইন।
সভায় আরও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. শাহাবুল ইসলামসহ সমবায় সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সমবায়ী সদস্যদের অভিজ্ঞতা ও প্রত্যাশা
মতবিনিময় সভায় অংশ নেন কুলাউড়া দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড ও রাউৎগাঁও সমবায় সমিতি লিমিটেড-এর সদস্যরা। তারা জানান, সমবায় অধিদপ্তর থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে গবাদিপশু ক্রয়ের মাধ্যমে এখন দুধ উৎপাদন ও বিক্রয়ের মাধ্যমে পরিবারে অর্থনৈতিক স্বচ্ছলতা এনেছেন।
তবে তারা আরও বৃহৎ পরিসরে কাজ করতে চাইছেন এবং এর জন্য ঋণের পরিমাণ বৃদ্ধির দাবি জানিয়েছেন।
প্রধান অতিথি মুহাম্মদ শাহাদাত হোসাইন বলেন:
“আমরা চাই দেশে দুধ উৎপাদনে স্বনির্ভর হতে, যাতে আর বিদেশ থেকে আমদানি করতে না হয় বরং একদিন আমরাই দুধ রপ্তানিকারক দেশে পরিণত হতে পারি।”
তিনি আরও বলেন, এ ধরনের প্রকল্প কেবল দুধ উৎপাদনের ক্ষেত্রেই নয়, বরং গ্রামীণ কৃষিভিত্তিক স্বনির্ভর সমাজ গঠনের পথও সুগম করবে।