5169
Loading ...

চিলমারীতে জুয়ার আসরে পুলিশের অভিযানে জামায়াত নেতা সহ গ্রেপ্তার ১৪

চিলমার চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে জামায়াত নেতা ও ইউপি সদস্যসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে দক্ষিণ খাউরিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে জামায়াত নেতা ও ইউপি সদস্যও রয়েছেন

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—
সানোয়ার হোসেন (২৮), নয়ারহাট ইউনিয়ন জামায়াতের আমির ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য;
এছাড়া আরও আছেন:
মো. আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আ. মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭) এবং সুমন (২৬)।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে আবু বক্করের বাড়ির একটি কক্ষে জুয়ার আসর চলছে। এরপর দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করা হয়।
অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৯,৯২০ টাকা জব্দ করা হয়েছে।

ওসি মতিয়ার রহমান বলেন—

“আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। মাদক, জুয়াসহ সবধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।”

জামাতের গতিক্রিয়া,

নয়ারহাট ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্বে থাকা সানোয়ার হোসেনের গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন চিলমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি ফজলুল হক মিঠুন। তিনি বলেন—

“কেউ খারাপ কিছু করলে তাকে আমরা সংগঠনের উপযুক্ত ভাবি না। এমন ঘটনার পর সংগঠন নতুন করে নেতৃত্ব নির্ধারণ করবে।”

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *