5169
Loading ...
রবি. আগ ১৭, ২০২৫

কুলাউড়ায় চিহ্নিত সন্ত্রাসী সাজেদ মিয়া গ্রেপ্তার: এলাকায় ফিরেছে স্বস্তি

ছবি: সন্ত্রাসী ও ছিনতাইকারী সাজেদ মিয়া (৩২)

কুলাউড়া পৌর এলাকার দীর্ঘদিনের আতঙ্ক চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী সাজেদ মিয়া (৩২) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। শনিবার সন্ধ্যায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) উমর ফারুকের নেতৃত্বে কুলাউড়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে জয়পাশা এলাকার নিজ বাড়ির বাথরুম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাজেদ মিয়ার বিরুদ্ধে একাধিক শিশু নির্যাতন ও ছিনতাই মামলার রেকর্ড রয়েছে। সর্বশেষ একটি শিশুকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগে বাংলাদেশ সরকারের শিশু সহায়তা হেল্পলাইন ‘১০৯৮’-এ অভিযোগ দায়ের হলে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে। অভিযোগে উল্লেখ করা হয়, মাদকাসক্ত অবস্থায় সে শিশুটিকে নির্যাতন করেছিল।

স্থানীয়রা অভিযোগ করেন, সাজেদ দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মদ্যপান, নারীদের সঙ্গে অশ্লীল আচরণ, গালিগালাজ ও চিৎকার-চেঁচামেচি করে জনজীবন অতিষ্ঠ করে তুলেছিল। সামাজিকভাবে তাকে প্রতিহত করার বহুবার চেষ্টা করা হলেও, সে বরং আরও বেপরোয়া হয়ে উঠতো এবং প্রতিবাদকারীদের হুমকি দিতো।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) উমর ফারুক বলেন, “সাজেদ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। শিশু নির্যাতনের গুরুতর অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। তাকে আদালতে পাঠানো হবে এবং তদন্ত চলছে।”

সাজেদ মিয়ার গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকে পুলিশের এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, “অবশেষে আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি।”

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *