5169
Loading ...
রবি. আগ ১৭, ২০২৫

মৌলভীবাজারে ডিবির অভিযানে ২২১ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৩ মাদক ব্যবসায়ী

ছবি: ডিবির অভিযানে আটক মাদক ব্যবসায়ী

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২১ পিস ইয়াবা ও ৪০ হাজার টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শনিবার (২ আগস্ট) রাতের এ অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আব্দুল বাজিদ (৪২), মোঃ ইয়াকুব আলী (২৫) এবং কামাল (৪৫)।

ডিবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় আব্দুল বাজিদের বসতঘরের শোকেস থেকে ১৮০ পিস ইয়াবা, ইয়াকুব আলীর লুঙ্গির কোছা থেকে ১৭ পিস এবং কামালের ট্রাউজারের পকেট থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া বাজিদের ঘর থেকে মাদক লেনদেনের কাজে ব্যবহৃত ৪০ হাজার টাকাও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াকুব ও কামাল স্বীকার করেছেন যে, তারা আব্দুল বাজিদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রি করতেন। ডিবির প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্রেফতারকৃত তিনজন একটি সংঘবদ্ধ চক্র হিসেবে মাদক ব্যবসায় জড়িত।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *