5169
Loading ...

শরিফপুরে ১০ একর খাস জমি উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের সঞ্জরপুর মৌজায় সরকারের ১ নম্বর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত প্রায় ১০ একর জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন। দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু ব্যক্তি এই খাস জমি বিভিন্নভাবে অবৈধভাবে ব্যবহার করে আসছিলেন। অবশেষে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপে জমিটি সরকারি নিয়ন্ত্রণে আনা হয়।

অভিযান চলাকালে উপজেলা ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় এসি ল্যান্ড শাহ জহুরুল হোসেন বলেন,
“সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালিত হবে। আজকের মতো ভবিষ্যতেও চাতলাপুর সেতু থেকে চাতলাপুর চেকপোস্ট পর্যন্ত সড়কের পাশের অন্যান্য বেদখলকৃত জায়গাগুলোও দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হবে।”

এই উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন। সরকারের সম্পদ রক্ষায় এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *