5169
Loading ...

বেড়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পাবনার বেড়ায় এক দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) মরহুম এ্যাডঃ আব্দুর রহিম এবং বেগম নুরুন্নাহার স্মৃতি পরিষদের উদ্যোগে সিএন্ডবি বাসস্ট্যান্ড জামে মসজিদে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সচিব ও জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল আওয়াল, আলহেরা স্কুল ও কলেজের প্রিন্সিপাল হাকিমুল কবির এবং গ্যালাক্সি স্কুল ও কলেজের প্রিন্সিপাল এম এ সালাম।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক ডেপুটি ডিরেক্টর এটিএম ফজলুর রহিমের সার্বিক তত্ত্বাবধানে এবং লেঃ কর্নেল ডাঃ জামিল জাইদুর রহিমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বিচারকের দায়িত্ব পালন করেন করমজা দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওঃ আবু দাউদ, শেখপাড়া জামে মসজিদের খতিব হাফেজ আবদুল্লাহ, তানবিরুল উম্মাহ মাদরাসার শিক্ষক হাফেজ নূহ আলম ও শানিলা ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল মাওঃ মাহফুজ।

ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ১০০ জন প্রতিযোগীর মধ্যে থেকে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এদের মধ্যে ৫ জন গাইরে হাফেজ এবং ৫ জন হাফেজে কুরআন।

গাইরে হাফেজ বিভাগে প্রথম স্থান অধিকার করেন সাঁথিয়া তেথুলিয়া এতিমখানা মাদরাসার মোঃ রিহাদুজ্জামান রুজন এবং হাফেজে কুরআন বিভাগে প্রথম স্থান অধিকার করেন শাহজাদপুর জামিয়া রশিদিয়া নূরবক্র মাদরাসার হাফেজ মোঃ আবুল হাসেম।

পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারীকে ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৭ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারীকে ৫ হাজার টাকা, চতুর্থ স্থান অধিকারীকে ৩ হাজার টাকা এবং পঞ্চম স্থান অধিকারীকে ২ হাজার টাকা নগদ প্রদান করা হয়।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *