5169
Loading ...

খেলার ছলে ধর্ষণচেষ্টা! পাবনার চাটমোহরে বৃদ্ধ আটক, গণধোলাই

পাবনার চাটমোহরে খেলার প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শমসের আলী (৭০) নামের এক বৃদ্ধকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। রাতেই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ইফতারের পর প্রতিবেশী ও সম্পর্কে দাদা শমসের আলী শিশুটিকে খেলার কথা বলে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এলে শমসের আলী পালিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে শমসের আলীকে ধরে মারধর করে পুলিশে সোপর্দ করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শমসের আলীকে গ্রেপ্তার দেখিয়ে আজ (বুধবার) সকালে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।”

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *