5169
Loading ...

মাগুরায় নির্যাতিত সেই শিশু আর নেই, সিএমএইচ-এ শেষ নিঃশ্বাস ত্যাগ

মাগুরার সেই নির্যাতিত শিশুটি, যাকে গুরুতর অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল, আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এই বেদনাদায়ক সংবাদটি জানানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী গভীর শোক প্রকাশ করেছে।

সেনাবাহিনীর ফেসবুক পোস্টে বলা হয়, “অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।”

সংবাদটিতে আরও জানানো হয়, শিশুটির আজ সকালে পরপর তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। চিকিৎসকরা দুইবার তাকে স্থিতিশীল করতে সক্ষম হলেও, তৃতীয়বার হৃৎস্পন্দন আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ৮ মার্চ সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা তাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে গেলেও, ছোট শিশুটিকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। একইসাথে, সেনাবাহিনী পরিবারটিকে যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশ সেনাবাহিনী নির্যাতিত শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

বিডিটাইম ২৪/ ঢাকা / ১৩ মার্চ ২০২৫ / প্রতিনিধি

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *