মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর রোলা নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মাদ্রাসা অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯ জন। এর মধ্যে রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুর হোসেন ৭ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হন। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম আকন (দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যিনি সব ধরনের পদ থেকে অব্যাহতি পেয়েছেন) মাত্র ২ ভোট পান এবং পরাজিত হন।
ফলাফল ঘোষণার পর সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান। তিনি বলেন, “নাসিম উদ্দিন আকন চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত হয়ে বিএনপি থেকে অব্যাহতি পাওয়ার পর থেকেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তারই প্রতিফলন ঘটেছে আজকের নির্বাচনে ন্যাক্কারজনক পরাজয়ের মধ্য দিয়ে। আমি আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে বিজয়ী সভাপতি এডভোকেট নুর হোসেনকে আন্তরিক অভিনন্দন জানাই।”