প্রতিবেদক: গৌরব সাহা, নরসিংদী জেলা প্রতিনিধিঃরায়পুরায় বিদ্যালয়ের নামকরণে উৎসবমুখর পরিবেশ
নরসিংদীর রায়পুরায় একটি বিদ্যালয়ের নামকরণকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা ‘শহীদ আবু সাঈদ স্কুল’-এর নামফলক উন্মোচন করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রথম শহীদ হওয়া আবু সাঈদের স্মৃতি অমর রাখতে এ নামকরণ করা হয়েছে। স্থানীয়রা জানান, এ উদ্যোগ কেবল শিক্ষার্থীদের নয়, পুরো রায়পুরাবাসীর জন্য গর্বের বিষয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আবু সাঈদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে সাহসী ও দেশপ্রেমিক হিসেবে বেড়ে উঠতে অনুপ্রাণিত করবে।
প্রধান শিক্ষক হাবিবুর রহমান শাহীনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।