প্রতিবেদক: গৌরব সাহা নরসিংদী জেলা প্রতিনিধি: চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে নরসিংদী জেলা পুলিশের নির্দেশে বিশেষ টহল ও কঠোর অভিযান পরিচালনা করছে শিবপুর থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ শিবপুর থানা পুলিশের টহল টিম পাহাড় ব্রাহ্মন্দী এলাকা থেকে ছিনতাইকৃত একটি বিভাটেক উদ্ধার করে।
পুলিশ জানায়, টহলকালীন সময়ে অভিযান চালিয়ে কুন্দারপাড়া এলাকায় ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইকৃত বিভাটেকটিও উদ্ধার করা সম্ভব হয়।
শিবপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।
অপরাধ ও অপরাধীর তথ্য দিন।
নরসিংদী জেলা পুলিশের সেবা নিন।